লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে কাল, আসতে পারে নতুন প্রজ্ঞাপন
- আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে কাল। এই মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে আসতে পারে নতুন প্রজ্ঞাপন।
এ সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রোববার। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও এবার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেনি। এদিকে নতুন করে বিধিনিষেধ দেওয়া হলে স্বাস্থ্যবিধি মানাসহ কিছু নির্দেশনা দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এদিকে, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে গোটা জুন মাসই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকতে পারে। তবে, সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে এলে সীমিত পরিসরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরাসরি শ্রেণি কার্যক্রম চালুর চিন্তা করছে সরকার। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে করোনা সংক্রমণের হার ৮ দশমিক ২২ শতাংশ।