চাকরীর পিছনে না ঘুরে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
উচ্চ শিক্ষা গ্রহণের পর কেবল চাকরীর পিছনে না ঘুরে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এই দেশে খাদ্যসহ প্রতিটি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। মৎসজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও বার্তায় তিনি বলেন, জনগণের জীবনযাত্রা উন্নত করতে বঙ্গবন্ধুর আদর্শ আর দেখিয়ে যাওয়া পথে হাঁটছে দেশ।
মৎসজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বংগবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। করোনার কারণে এতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
ভিডিও বার্তায় মৎসজীবী লীগের প্রতিটি নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমুখাপেক্ষী না হয়ে তরুণদের উচিত আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। সরকার এবিষয়ে সর্বোচ্চ সাহায্য করবে।
দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন বিদেশে মাছ রপ্তানী করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের আর্থ-সামাজিক উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
নেতাকর্মী ও দেশবাসীকে করোনা প্রতিরোধে মাস্ক পড়া ও সব বিধিনিষেধ মানার আহ্বান জানান তিনি।