শর্ত সাপেক্ষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শর্ত সাপেক্ষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত এই আদেশ দেন।
গণমাধ্যম ও রাষ্ট্র একে অপরের পরিপূরক উল্লেখ করে পর্যবেক্ষণে আদালত বলেছে, গণতন্ত্রের সহায়ক ভূমিকা পালনে কাজ করেন সাংবাদিকরা। ফলে দুই পক্ষের সংঘাত কোনভাবেই কাম্য নয়। এর আগে ৫ হাজার টাকা মুচলেকার জামিন আদেশে রোজিনা ইসলামের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারী নথির ছবি তোলার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় জামিন মঞ্জুর হলো।