৫ দিন পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম
- আপডেট সময় : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে, অবশেষে ৫ দিন পর বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। এর আগে, সকালে, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। ঢাকার মহানগর হাকিম বাকীবিল্লাহর আদালত- সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার রোজিনাকে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে এই জামিন মঞ্জুর করেন। আদেশে গণমাধ্যমকে গণতন্ত্রের পরিপূরক উল্লেখ করে, সবাইকে আরো দায়িত্বশীল হবার পরামর্শ দেয় আদালত। আদেশের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।
টানা ৬ দিন কারাগারে থাকার পর অবশেষে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। বিকেল সোয়া ৪টায় কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রথম আলোর আলোচিত এই জ্যেষ্ঠ প্রতিবেদক।এর আগে রবিবার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের শর্ত সাপেক্ষে জামিনের আদেশ দেয় আদালত। ৫ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে মহানগর হাকিম বাকি বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদেশে সবাইকে আরো বেশী দায়িত্বশীল হবার পরামর্শ দেয় আদালত।
মামলাটির পরবর্তী শুনানি ১৫ জুলাই। তবে সব আনুষ্ঠানিকতা শেষে রোজিনা আজই মুক্তি পাবেন, এমন প্রত্যাশাও ছিল আইনজীবীদের কণ্ঠে।আদেশের প্রতিক্রিয়া জানান স্বজন ও সহকর্মীরাও।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের নিরপেক্ষ ও সাহসী ভূমিকায় পাশে দাঁড়াবে প্রশাসন, এমন প্রত্যাশাও আইনজীবী-গণমাধ্যমকর্মীসহ সবার মাঝে।