চলতি বছর ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩৩১ জন নিহত
- আপডেট সময় : ০৭:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
লকডাউন থাকলেও এ বছর ঈদযাত্রায় গত ছ’বছরের মধ্যে সর্বোচ্চ ৩২৩টি সড়ক দুর্ঘটনায় ৩৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ বছর রোজার ঈদের আগে-পরে ১৫ দিনের ছুটিতে সারাদেশে ৩১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে সংগঠনটির মহাসচিব জানান, এতে ৩২৩ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৬২২ জন। মোটর সাইকেলই দুর্ঘটনার শীর্ষে রয়েছে উল্লেখ করে, সড়ক-রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৩২৩টি দুর্ঘটনায় ৩৩১ জন নিহত এবং ৭২২ জন আহত হয়েছেন বলেও জানান, মোজাম্মেল হক চৌধুরী। পরে সংগঠনটির পক্ষ থেকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতে চলাচলের জন্য সড়কবাতির ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরি ও যানবাহনের ত্রুটি সারানোর উদ্যোগ গ্রহণ এবং ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করাসহ ৮টি বিষয়ে সুপারিশ করা হয়।