শূণ্য আসনের উপনির্বাচনসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সিদ্ধান্তহীনতায় ইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
৪টি সংসদীয় শূণ্য আসনের উপনির্বাচনসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে নির্বাচন কমিশন। সরকারী বিধিনিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোয় এই পরিস্থিতি বলে কমিশন সূত্রে জানা গেছে। এনিয়ে আজ কমিশনে বৈঠকে বসবেন কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। করোনাকালে চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোতে এই বিষয়ে কমিশন সভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি সচিবালয়। লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত উপনির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন, ইউনিয়নের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন এবং বিবিধ।