জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত
- আপডেট সময় : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত। দলটির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের আবেগ এবং ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলন করে বিএনপি।
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে জনগণকে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান দলটির মহাসচিব। প্রয়োজনে দুই রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘকে কার্যকর উদ্যোগ নেয়ারও আহবান জানান তিনি।
ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে বাংলাদেশ সরকারের ভূমিকা রহস্যজনক মন্তব্য করে ফখরুল বলেন, দেশের জনগণকে নির্যাতন নিপীড়ন করে দেশের বাইরে ক্ষমতাবানদের তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য বিএনপি ঔষধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।