চট্টগ্রাম সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বঙ্গপোসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘুর্ণিঝড় ইয়াসে পরিণত হওয়ার পর উত্তাল হয়ে উঠতে শুরু করেছে সমুদ্র। তবে আবহাওয়া অফিস এখনো চট্টগ্রাম সমুদ্রকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।
এদিকে ঘুর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। উপকুলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জেলার বিভিন্ন এলাকায় ৬ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তত করা হয়েছে। এছাড়া সব উপজেলায় ইউএনও’সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিসের বার্তা পেলে অপারেশন বন্ধ করাসহ চ্যানেলের নিরাপত্তায় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেয়ার প্রস্তুতিও নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া ঝড়ের পরের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ।