ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বাংলাদেশে ভয়ের কোনো কারণ নেই: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের পাশাপাশি ভারতে নতুন রোগ ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বাংলাদেশে ভয়ের কোনো কারণ নেই। তবে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী জানান, চুক্তি সম্পন্ন হলে জুনেই এই টিকা গণহারে প্রয়োগ করা সম্ভব।
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোড অ্যাস্টাজেনেকার টিকার পর দ্বিতীয় কোনো দেশ হিসেবে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা গ্রহণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের মাঝে এ টিকা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চুক্তি সম্পন্ন হলে জুনেই গণহারে এ টিকা দেয়া হবে।
সম্প্রতি দেশে ব্ল্যাক ফাঙ্গাস নামে নতুন রোগ ধরা পড়েছে জানিয়ে মন্ত্রী বলেনে এনিয়ে আতঙ্কের কিছু নেই তবে সাবধান থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের মতো যে সব সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের হার বাড়ছে সেগুলো আইসোলেটেড করে রাখার পাশাপাশি প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।