সবক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন সাংবাদিক রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা নেয়ার অপচেষ্টা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সবক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন সাংবাদিক রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা নেয়ার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন বিশেষ মহল যেন কোন অন্যায় সুযোগ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখতে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় কালে তিনি আরো বলেন- রোজিনা ইস্যুটি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন। এ বিষয়ে আদালত যথাযথ সিদ্ধান্তই নিয়েছে এবং সরকারপক্ষ তার জামিনের কোন বিরোধিতা করেনি। রোজিনা ইস্যুকে কেন্দ্র করে যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে তারাই এখন মায়াকান্না করছে। শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার গণমাধ্যমবিরোধী কোন কিছুই করবে না।