দিনাজপুরের মাদ্রাজী ও চায়না জাতের লিচুর ফলন কম হওয়ায় দাম বেশ
- আপডেট সময় : ০৭:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বাজারে লিচু উঠতে শুরু করেছে। মাদ্রাজী ও চায়না জাতের লিচু বিক্রি হচ্ছে এখন। এবার জেলায় ফলন কম হওয়ায় দামও বেশি। এজন্য বিক্রেতারা খুশি হলেও ক্রেতারা অখুশি। ছোট ব্যবসায়ীরা না আসায় শংকায় রয়েছে আড়ৎদাররা। তবে, বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
জেলায় এবার সাড়ে ছ’হাজার হেক্টর জমিতে মাদ্রাজী, চায়না, বোম্বাই, বেদেনা, কাঠালীসহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে। এরিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে মাদ্রাজী ও চায়না লিচু। বাগানে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ১৭’শ থেকে দু’হাজার টাকায়।
এবার লিচুর বাজার বেশ ভালো বলে জানায়, খুচরা বিক্রেতারা।
গতবারের চেয়ে দাম বেশ বেশি হওয়ায় ক্রেতারা অখুশি।
ছোট ব্যবসায়ীরা এখনও না আসায় কিছুটা শংকায় রয়েছে আড়ৎদাররা।
বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের সহযোগিতা করছে বলে জানায়, কৃষি বিভাগ।
জেলায় এবার সাড়ে চার’শ কোটি টাকার লিচু বেচা-কেনার আশা করছে, সংশ্লিষ্টরা।