করোনা ভীতির মাঝেই নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস
- আপডেট সময় : ০৮:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট ভীতির মাঝেই নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। কোভিড ১৯ এ মৃত্যুপুরী ভারতে ছড়িয়ে পড়া ছত্রাকজনিত এই রোগ বাংলাদেশে সনাক্তের খবরে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কের কিছু নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সতর্কতাই পারে এ ছত্রাক রুখে দিতে।
করোনা থেকে সেরে উঠলেও পরবর্তীতে নানা ধরণের শারীরিক জটিলতায় ভুগছেন অনেকেই। এরই মধ্যে আবার ব্ল্যাক ফাংগাস আতঙ্ক। মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে একজন সন্দেহজনক রোগীর মৃত্যুর ঘটনায় এ নিয়ে চলছে আলোচনা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আমাদের চারপাশেই আছে। অপরিপচ্ছন্ন স্থান, বাসী খাবারেও তৈরী হতে পারে ছত্রাক। এ নিয়ে উদ্বেগের খুব কারণ দেখছেন না তারা।
তাদের মতে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ছত্রাক ক্ষতিকর নয়।
ব্ল্যাক ফাংগাস প্রতিরোধ ও চিকিৎসায় খুব শিগগিরই একটি নীতিমালা তৈরি করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।