পদ্মা নদীর পানি উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ
- আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল রয়েছে দেশের সব নদনদী। এর সঙ্গে যুক্ত হয়েছে পূর্ণিমার প্রভাব। পদ্মা নদীর পানি উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান।
প্রতিকূল আবহাওয়ায় দূর্ঘটনা এড়াতে নদীবন্দরগুলোতে জারি হয়েছে ২নং নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত। পদ্মা নদী উত্তাল থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে চলছে না কোন ধরনের ফেরি, লঞ্চ ও ছোট নৌযান। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনূকূলে না আসলে ফেরি চালু হবে না। শিমুলিয়াঘাটে ২টি ও বাংলাবাজার ঘাটে ১২টি ফেরি নোঙর করে বাংলাবাজার ঘাটে নোঙরে রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের তান্ডবে ২নং ও ১নং ফেরীঘাটটি লণ্ডভণ্ড হওয়ায় শিমুলিয়া ফেরী ঘাটে বর্তমানে অচল অবস্থা বিরাজ করছে।