জনবিচ্ছিন্ন হয়ে দেশে এখন গণতন্ত্র খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে দেশে এখন গণতন্ত্র খুঁজছে বিএনপি। বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন, তাই তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মতো গণতন্ত্রকেও দেখতে পায় না বলে মন্তব্য করেন তিনি।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে বিএনপি মহাসচিবের মন্তব্যের সমালোচনা করে একথা বলেন তিনি। এসময় করোনা আর সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করাই এখন সরকারের সবচে’ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হলো বিএনপি। তাই ঐক্যবদ্ধভাবে তাদেরও মোকাবিলা করতে হবে।