জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে আগামী ১২ জুন পর্যন্ত নানা কর্মসূচি দিয়েছে বিএনপি।
দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এদিনে জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হন। যিনি জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীরদর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। প্রতি বছরের মতো এবারও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। করোনা পরিস্থিতিতে বিধি মেনেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।