বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে সাবেক আমলা নিয়োগে নিন্দা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত সচিব মর্যাদার একজন আমলাকে নিয়োগ দেয়ার বিরোধিতা করে সব সরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আমলাদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবির কথা জানান সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। এসময় বিভিন্ন শিক্ষাপদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদানের দাবীসহ বিদ্যমান সমস্যা সমাধানে ৬টি দাবি তুলে ধরা হয়। এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এর বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে দাবি আদায়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৃহত্তর কর্মসূচী ঘোষণার হঁশিয়ারি দেন তারা।