ইসরায়েলের অপরাধের তদন্ত করবে জাতিসংঘ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ইসরায়েলের অপরাধের তদন্ত করবে জাতিসংঘ। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে ১১ দিনের সংঘাতের ঘটনার তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ওই সংঘাত তদন্তের দাবি নিয়ে তোলা একটি প্রস্তাবের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ভোটাভুটি হয়। এতে তদন্তের পক্ষে মত দেয় পরিষদের ফোরামের বেশির ভাগ সদস্য।
আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ও জাতিসংঘের ফিলিস্তিন প্রতিনিধি ইসরায়েল–হামাস সংঘাতের তদন্তের জন্য ওই প্রস্তাব আনে। বৃহস্পতিবার পুরোদিন দিন ওই প্রস্তাবের ওপর অধিবেশন চলে। এরপর হয় ভোটাভুটি। এতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যের ফোরামের মধ্যে ২৪টি দেশ পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ১৪টি দেশ ভোটদানে বিরত থাকে।