তুরস্কের সেই মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
শেষ পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুল তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান। এতে শুক্রবার জুমার নামাজে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। যে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে ২০১৩ সালে দেশটিতে সরকার বিরোধীরা তুমুল বিরোধীতা করেছিলো।
মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার সাথেই আছে খোলা চত্বর যেটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করা হয়। মূলত এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে বিবেচিত হয়। এরদোয়ান বলেন, “তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। কোন কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না।