করোনা পরিস্থিতি অনুকূলে এলেই ১৩ জুন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেবে না সরকার। সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে একথা জানান তিনি। এসময় করোনার বর্তমান পরিস্থিতিতে বেশীরভাগ অভিভাবকই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পক্ষে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
করোনার কারণে ধাপে ধাপে ছুটি বাড়িয়ে দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ গেল ২৬ মে ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান, এই ছুটির মেয়াদ আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা থাকলেও, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সবধরনের প্রস্তুতি থাকলেও দেশের নাগরিক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেয়া হবে না।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বিভিন্ন জায়গা থেকে চাপ প্রয়োগের পাশাপাশি আন্দোলন করা হচ্ছে বলেও জানান ডা. দীপু মণি।
সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত হবে না, বিশেষজ্ঞরা এমন পরামর্শ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।