অবিলম্বে দেশের সব আদালত খুলে দেয়ার আহ্বান খন্দকার মাহবুব হোসেনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
অবিলম্বে দেশের সব আদালত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
দুপুরে ঢাকার বসুন্ধরায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় তৈরী হচ্ছে ভয়াবহ মামলা জট, যা জনমনে বিচার বিভাগের প্রতি অনাস্থা এবং সমাজে অরাজক পরিস্থিতি তৈরী করতে পারে। স্বাস্থ্য সুরক্ষা মেনে দ্রুত সব আদালত খুলে দেয়া প্রয়োজন বলেও মত দেন তিনি। পাশাপাশি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের করা আপিলসহ গুরুত্বপূর্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির স্বার্থে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিশন গঠন করা প্রয়োজন বলে মত ব্যক্ত করেন বিএনপির এই নেতা।