সীমান্ত নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি ভারত এবং চীন
- আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সীমান্ত নিয়ে বারবার আলোচনায় বসেও কোনো সমাধানে আসতে পারেনি ভারত এবং চীন। সীমান্তে উত্তেজনার কারণে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দিনের মধ্যেই ১২তম বৈঠকে বসার কথা ছিল দুই দেশের। করোনার কারণে এই বৈঠক পিছিয়ে গেছে বলেও জানান তিনি। কয়েক দিন আগে অরুণাচল প্রদেশ এবং চীন সীমান্ত পরিদর্শনে যান ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, সীমান্তে চীনের কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে। এখনও লাদাখের প্যাংগং লেক থেকে চীনা সেনা সরানো হয়নি। উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেনা সরানো হতে পারে বলেও জ়ানান তিনি। পূর্ব লাদাখ সীমান্তে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। লাদাখ সীমান্ত জুড়ে মহড়া চালায় চীনের সেনাবাহিনী। ফলে সেই অঞ্চলে পাল্টা সেনা মোতায়েন করছে ভারতীয় সেনাবাহিনীও।