গনতন্ত্রের ছদ্মবেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গনতন্ত্রের ছদ্মবেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্যাতিত শাসন ব্যবস্থার মাধ্যমে সরকার সব নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে শাহাদাত বাষির্কী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সকালে রাজধানীর শেরে বাংলানগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি ও সহযোগী সংগঠন।
এসময় দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের শাসনামলের কঠোর সমালোচনা করেন
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, উন্নত চিকিৎসায় বিদেশে নিতে দিচ্ছে না সরকার।
এমন পরিস্থিতি থেকে উত্তরণে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।