শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরে হামলার মামলায় সাজা প্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২০০২ সালে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরে হামলার মামলায় সাজা প্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিত থাকবে। আজ এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
চেম্বার আদালতের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আসামীপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে লিভ টু আপিল আবেদন করার জন্যে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে লিভ টু আপিলের বিষয়ে শুনানির জন্য আগামী ২০ জুন দিন ধার্য করা হয়েছে। এর আগে নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাতজনকে জামিন দেয় হাইকোর্ট। পরে উচ্চ আদালতের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।