দফায় দফায় ভূমিকম্পকে সতর্কতা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
- আপডেট সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সাতবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। রোববার রাত ৪. ৩৫ মিনিটে শেষবার আরেকটি কম্পন অনুভূত হয়। দফায় দফায় ভূমিকম্পকে সতর্কতা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি তদারকিতে ৭ দিনের বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
ভোরের এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে কত ছিলো এখনো জানা যায়নি। ঘন ঘন এমন ঝাঁকুনিতে বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্পের আশংকা করছেন আবহাওয়াবিদরা। এদিকে, ভূমিকম্পে সিলেট নগরীর দুটি ভবন হেলে পড়েছে এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী ভবনগুলো পরিদর্শন করছেন। যদিও সিলেট ফায়ার সার্ভিস বলছেন ভবন দুটি আগেই হেলে থাকার তথ্য তাদের কাছে ছিল। সিটি করপোরেশনের প্রকৌশলীরা পরীক্ষানীরিক্ষা করার পর নিশ্চিত হলে ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।