ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষয়ক্ষতি নিরূপণ
- আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের মন্ত্রণালয়ের চলমান প্রকল্প থেকে মাছ চাষের জন্য জরুরীভাবে মাছের পোনা এবং প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
সচিব বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধির কারণে গবাদী পশু হারিয়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সরকারিভাবে নানা সহায়তা দেয়ার উদ্যোগ রয়েছে সরকারের। দুপুরে বরিশাল নগরীর কাশীপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সুফলভোগীদের সাথে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সভাশেষে বরিশাল সদর উপজেলার ১০ জেলেকে ১০টি বাছুর এবং ১৫ জন মৎস্য চাষীকে ২ হাজার কেজি মাছের খাবার বিতরণ করেন তিনি।