বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বাড়তি অংশ বাংলাদেশ এলাকায় অবস্থান করছে
- আপডেট সময় : ০১:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বাড়তি অংশ বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ফলে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বাড়তে পারে দেশের উত্তরাঞ্চলের ৬টি নদ-নদীর পানি। রোববার পূর্বাভাসে তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে চাঁদপুর, ফেনী, মাইজদী কোর্ট, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে তা কমে আসবে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাব মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই বৃষ্টির কারণে আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলের ৬টি নদ-নদীর পানি বাড়তে পারে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ৩৭টি পর্যবেক্ষণাধীন স্টেশনের পানি বাড়ছে, ৫৮টির কমছে ও তিনটির অপরিবর্তিত রয়েছে।