৩ হাজার আফগানকে আফগানিস্তান থেকে বেশি নিজ দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
যুদ্ধে বিভিন্ন ভাবে সহায়তাকারী ৩ হাজার আফগানকে আফগানিস্তান থেকে বেশি নিজ দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এরা সবাই ব্রিটিশ আর্মি ও দেশটির সরকারকে সহযোগিতা করেছে ।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনা প্রত্যাহারের ঘোষণার পর, নিরাপত্তা ইস্যুটি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।একই সঙ্গে যুক্তরাজ্যে এদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার। এরই মধ্যে ১ হাজার ৩শ জন দেশটিতে প্রবেশ করেছে । সিবিসি জানায়, আফগানিস্তানে ব্রিটিশ আর্মি এবং দেশটির সরকারের বিভিন্ন সংস্থায় দোভাষী হিসেবে কাজ করতেন বহু আফগান । বিদেশি সেনাদের অনুপস্থিতিতে স্থানীয় তালেবানদের প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন এই ব্যক্তিরা। মূলত এমন শঙ্কা থেকেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।