বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি অমূলক : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি অমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায়, বিদেশে নিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানো প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি। খালেদা জিয়ার পছন্দ মতোই হাসপাতাল ও চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, তাঁর ভালো থাকার জন্যই প্রশাসনিক ক্ষমতাবলে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় পরিচয় পত্রের সকল কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়াকে যৌক্তিক বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।