ভোজ্যতেল এবং চিনির পর এবার অস্থির পেঁয়াজের বাজার
- আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভোজ্যতেল এবং চিনির পর এবার অস্থির পেঁয়াজের বাজার। পাইকারি বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৭ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গেল শুক্রবার পাইকারি বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা থেকে ৩২ টাকা। এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে থেকে ৪২ টাকা। আর খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখন ৫০ টাকা।
ভারত থেকে পেঁয়াজ আনার ক্ষেত্রে আমদানিপত্র-আইপি ইম্পোর্ট পারমিট বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজ দিয়ে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, ২৬ এপ্রিল থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র খুলতে দেয়া হচ্ছে না। ভারত থেকে পেঁয়াজ আমদানির যে অনুমতি ছিল, তার মেয়াদ গত ২৯ এপ্রিল শেষ হয়ে গেছে। এরপর আর নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া যায়নি।অনেক আমদানিকারক আমদানির অনুমতি চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত অনুমতি পাননি। ভারতীয় পেঁয়াজ যতক্ষণ আমদানি হচ্ছে না ততক্ষণ দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। এদিকে গত কয়েকমাস যাবৎ সয়াবিন তেলের দাম উর্ধমুখী। গত সপ্তাহ বোতলজাত তেলের লিটার ১৫০ টাকা হয়েছে। চিনির কেজি সাদা ৭৮ টাকা এবং ব্রাউন চিনির কেজি ৯০ টাকা দাঁড়িয়েছে।