খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুরে এক সপ্তাহ দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
খুলনায় করোনা প্রতিরোধ কমিটির আজকের বৈঠকে খুলনা, সোনাডাঙ্গা ও খালিশপুরে আগামী এক সপ্তাহ সব দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহানগরের বাকি থানাগুলোতে মেনে চলতে হবে কঠোর বিধিনিষেধ।
বেলা ১১ টার সময় জেলা প্রশাসন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তারা। জুম অ্যাপে যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার ও স্বাস্থ্য সচিব। এ সময় জেলা প্রশাসক বলেন, যে সব থানায় কঠোর বিধি নিষেধ মানতে হবে সেখানে কাজ করবেন মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধিরা।
নওগাঁয় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সদর ও উপজেলা নিয়ামতপুরে সর্বাত্মক বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। আজ মধ্যরাত থেকে পরবর্তী সাতদিন এই লকডাউনের সিদ্ধান্ত বলবত থাকবে। ১৫টি বিধিনিষেধ আরোপে একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।