নেপাল সেনাবাহিনীকে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে নেপাল সেনাবাহিনীকে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সকালে রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা: বানশিধর মিশ্রকে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন। এসময় বানশিধর মিশ্র বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এমন সহায়তা নেপালের কোভিড পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। নেপালের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ সব সময় এগিয়ে এসেছে বলেও জানান তিনি।