জামালপুর মাদারীপুর ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
জামালপুর, মাদারীপুর ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে কাঠ-বোঝাই ট্রলি উল্টে এক চালকের মৃত্যু ও তার সহকারীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টায় জামালপুর-রৌমারী সড়কের বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক সুলতান ঘটনাস্থলেই নিহত হন।
মাদারীপুরে মোটরসাইকেল চাপায় কাশেম চৌকিদার নামে এক পথচারী নিহত হয়েছে। পুলিশ জানায়, বাজার থেকে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন কাশেম। রাস্তা পার হবার সময় পেছন থেকে আসা বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।