আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে দু’জন নিহত হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানিতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাস চালক জাফর হোসেন নিহত হয়েছেন। এসময় আহত হন ৩ জন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া জুংলীপুর কবরস্তানের পাশে চলমান ইজিবাইকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রফিকুল ইসলাম মোটরসাইকেলে বালসাবাড়ি বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।