দল মতের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধভাবে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান
- আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দল মতের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধভাবে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পরিবেশের সঙ্গে বিরুপ আচরণ করলে পরিবেশও এক সময় প্রতিশোধ নেয়। তাই নিজেদের স্বার্থে, জীব বৈচিত্রের স্বার্থে পরিবেশের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে সবাইকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকার পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। সরকারের নানামুখি পদক্ষেপের কারণে পরিবেশের দিক থেকে অনেক বিশ্বের অনেক দেশ থেকেই ভালো অবস্থানে আছে বাংলাদেশ। রাজনৈতিক বিভাজনের উর্দ্ধেউঠে পরিবেশ রক্ষায় সরকারকে সহায়তা করতে সবার প্রতি আহবানও জানান তথ্যমন্ত্রী। পরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে গাছের চারা রোপন করেন তিনি।