ফেসবুক ও ইন্সটাগ্রামে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ট্রাম্পকে
- আপডেট সময় : ০১:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ফেসবুক ও ইন্সটাগ্রামে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ সামাজিক মাধ্যমটিতে নিজের মনের কথা খুলে বলতে তাকে অন্তত দুটি বছর অপেক্ষা করতে হচ্ছে। কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।
এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। এছাড়া ভবিষ্যতে যারা নিয়ম লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তারও একটি ঘোষণা দেয়া হয়েছে। গেলো জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্ট দেয়ার কারণে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফেসবুক। পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ফেসবুকের সুপ্রিমকোর্ট হিসেবে পরিচিত। সংস্থাটির ওভারসাইট বোর্ডের বক্তব্য, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।
তবে ট্রাম্পের দাবি, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।