মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে সকাল ৮টার দিকেই নামে ঝুমবৃষ্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে সকাল ৮টার দিকেই নামে ঝুমবৃষ্টি। প্রায় ৩০ মিনিট বৃষ্টিতে কয়েক দিনের গরমও কমেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় ভোগান্তি কম।
তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বৃষ্টিতে ভিজেই অফিস যেতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ কমতে পারে রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।