নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হল, উপজেলার বাদলঘাটা গ্রামের আপাল ও একই গ্রামের পঁচা। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, নিহতরা উপজেলা কুসুম্বা এলাকা থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন দুজন। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে।