দেশের ইতিহাসে বিএনপি গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে বিএনপি গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্ক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি। এদিকে, দুপুরে চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় দল মতের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধভাবে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিলো বিএনপি।
পরে, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে, পরিবেশকে দুষনমুক্ত রাখতে সরকার নানান পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান ওবায়দুল কাদের।
এদিকে, দিবসটি উপলক্ষে দুপুরে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার।
পরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে গাছের চারা রোপন করেন ড. হাছান মাহমুদ।