রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার একজন। নগরীতে চলছে রেপিড অ্যান্টিজেন টেস্ট।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি মাসের ৬ দিনেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৫৩ জন। চিকিৎসাধীন ২৩৫ জন। এরমধ্যে রাজশাহীর ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নওগাঁর ১০, নাটোর ১০, পাবনা ৬জন ও কুষ্টিয়ার দুইজন। বর্তমানে আইসিইউতে রয়েছেন ১৬ জন। এদিকে, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নগরীতে সকাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে রেনডম পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে।
এছাড়াও সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়েছে। গেলো ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছে ৪ জন।