বর্ষার আগেই শুরু হয়ে গেছে গাইবান্ধায় নদী ভাঙ্গন
- আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বর্ষার আগেই শুরু হয়ে গেছে গাইবান্ধায় নদী ভাঙ্গন। আকস্মিক এই ভাঙ্গনে তিন শতাধিক বাড়ি-ঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে কয়েক’শ বাড়ি-ঘর আর শিক্ষা প্রতিষ্ঠান।ভাঙ্গন কবলিত মানুষগুলো এখন নির্ঘুম রাত কাটাচ্ছে।
অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি হঠাৎ বেড়ছে। ফলে, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে তিস্তায় বিলীন হয়েছে তিন শতাধিক বাড়ি-ঘর। ভাঙ্গনের আশংকায় এখন পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।
সদরের কুন্দেরপাড়া, কামারজানি, সুন্দরগঞ্জের কাপাসিয়া, হরিপুর,চন্ডিপুর, তারাপুর ইউনিয়নের বিভিন্ন চরে তীব্র ভাঙ্গন শুরু হযেছে। হুমকিতে রয়েছে আরো এক হাজার বসতবাড়ি, ফসলি জমি, ঐতিহ্যবাহী নাজিমাবাদ বি এল উচ্চ বিদ্যালয় ও কুন্দের পাড়া বিদ্যালয়। ভাঙ্গন কবলিত মানুষের দিন কাটছে এখন বেড়িবাঁধে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, জেলা প্রশাসক। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে স্থানীয়রা।