উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে না দেয়ার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনার ভারতীয় ধরন যাতে সারাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে না দেয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।
দুপুরে ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আমু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।