কুমিল্লা-৫ উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই
- আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুমিল্লা-৫ সংসদীয় আসনের প্রয়াত এমপি, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই। তাই নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ইতিমধ্যে আলোচনায় এসেছে কমপক্ষে ২ ডজন প্রার্থী। ইতোমধ্যে প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন তাঁরা।
ভারত সীমান্তবর্তী বুড়িচং-ব্রাহ্মনপাড়া এ দুটি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনটি থেকে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত নেতা অ্যাড. আব্দুল মতিন খসরু ১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হন।
বিগত শতাব্দির ৮০’র দশকের পর থেকে অ্যাড. আব্দুল মতিন খসরু, কুমিল্লার এই সংসদীয় আসনটিতে একমাত্র ও অপ্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। স্বামীর অনুপস্থিতে দলের নেতা কর্মী ও সাধারন মানুষ চাইলে, দলীয় মনোনয়ন পেলে এ আসন থেকে নির্বাচন করতে চান বলে জানান প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু।
এদিকে মরহুম আবদুল মতিন খসরুর দীর্ঘ দিনের রাজনৈতিক শিষ্য হিসেবে এ আসনে আগামী দিনে দলের যোগ্য প্রার্থী হতে ইচ্ছুক দক্ষিন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। দুই যুগেরও বেশী সময় ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলের মাঠের রাজনীতিতে নেতৃত্ব দেয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমিও নৌকার মাঝি হতে চান।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের সভানেত্রী শেখ হাসিনা, তাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দিদার মোঃ নিজামুল হক। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য আব্দুস সালাম বেগ বলেন, একাদশ সংসদ নির্বাচনে নিজের মনোনয়ন প্রত্যাহার করে প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর পক্ষে কাজ করেন তিনি। তাই এ উপনির্বাচনে দল তাকেই মনোনয়ন দিবে।
এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অ্যাড. আবদুল মমিন ফেরদৌসসহ অন্যান্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারনা। তবে আওয়ামীলীগের দূর্গখ্যাত এই আসনটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে চান দলীয় নেতাকর্মীরা।