রোহিঙ্গা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা রোহিঙ্গা জনগণের নিরাপদ আবাস ব্যবস্থা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং প্রতিনিধি দলের প্রধানদের সাথে বৈঠককালে মুখ্য সচিব ডঃ আহমদ কায়কাউস এ আহ্বান জানান। সভায় জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আরও ৮০ হাজার রোহিঙ্গাকে দ্রুত সময়ের মধ্যে ভাসানচরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে, বাকি রোহিঙ্গাদের শিগগিরই স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রোহিঙ্গাদের উন্নত জীবন যাপনের জায়গাসহ সকল মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকার যথাসম্ভব চেষ্টা করছে।