নেত্রকোনার হাওরে স্থায়ী বেরি বাঁধ নির্মাণ করায় খুশি স্থানীয় কৃষক
- আপডেট সময় : ০২:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বোরো ফসল রক্ষায় নেত্রকোনার হাওরে স্থায়ী বেরি বাঁধ নির্মাণ করায় খুশি স্থানীয় কৃষক। এর ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অকাল বন্যা থেকে রক্ষা পাবে ফসল।
ফসল রক্ষায় নেত্রকোনার হাওরে রয়েছে অনেক বেরিবাঁধ। কিন্তু অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বেরিবাঁধ ভেঙ্গে দেখা দেয় অকাল বন্যা। এতে তলিয়ে যায় হাওরের একমাত্র ফসল বোরো ধান। প্রতিবছর ক্ষতগ্রিস্থ হয় অনেক কৃষক।
তাই, হাওরের ফসল রক্ষায় স্থায়ী বেরিবাঁধের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। জেলার মোহনগঞ্জের গাগলাজুরের ‘চর হাইজদা’ বেরিবাঁধে শুরু হয় সিসি ব্লকের কাজ। ৪৬ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণে খুশি হাওরের মানুষ।
স্থায়ী বেরিবাঁধের উপর দিয়ে বাড়িতে ফসল নিতেও সুবিধা হয়েছে বলে জানায়, স্থানীয়রা।
প্রকল্প শেষ হলে পাহাড়ী ঢল থেকে হাওরের ফসল রক্ষা পাবে বলে আশা করে সংশ্লিষ্টরা।
কষ্টে পাওয়া ফসল রক্ষার নিশ্চয়তা পেয়ে খুশি হাওরের কৃষক।