সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ
- আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই মডেল মসজিদগুলো হবে বিশ্বের সব মুসলিম দেশ এবং মুসলিম উম্মাহর জন্য এক বিরল দৃষ্টান্ত। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের ৫টিসহ ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৪সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা-উপজেলায় ১টি করে মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয় সরকার।জেলা পর্যায়ে ১৬ কোটি ও উপজেলা পর্যায়ে ১২কোটি টাকা ব্যায়ে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে।
প্রধানমন্ত্রীর তত্বাবধানে দৃষ্টিনন্দন ও শীতাতপ নিয়ন্ত্রিত এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অজু ও নামাজ আদায়ে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।এছাড়া ও ইসলামী শিক্ষা, লাইব্রেরী কক্ষসহ থাকবে গবেষণাগার।মরদেহ গোসল করাসহ হজযাত্রী ও ইমামদের প্রশিক্ষনের ব্যবস্থাও থাকবে মসজিদ গুলোতে।
দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সম্বলিত এ মসজিদ দেখতে এখন ভীর বাড়ছে মুসল্লিসহ দর্শনার্থীদের।
জেলা প্রশাসন জানিয়েছে কাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণাধীন ৫৬০টি মসজিদের মধ্যে রংপুরের ৫টিসহ ৫০টি মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের ফলে এক দিকে ইসলামী মূল্যবোধের প্রসার ও ইসলামী শিক্ষা-সংস্কৃতির যেমন বিকাশ ঘটবে অন্যদিকে ধর্মীয় গোড়ামী ও কুসস্কার রোধেও কাজ করবে বলে মনে করেন আলেম-ওলামারা।