আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে চারজনসহ মাদারীপুর ও সিরাজগঞ্জে মোট ৬ জন নিহত হয়েছে।
ময়মনসিংহে দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৭ জন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে নেত্রকোণার রশিদপুরে ময়মনসিংহগামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। অপরদিকে, দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার সত্রাশিয়া বাজারের কাছে ময়মনসিংহগামী একটি বাস ও অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ৫ জন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেলে এক নারী ও এক পুরুষ নিহত হন।
মাদারীপুরে কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমারত হোসেন নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বিকেলে শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।