করোনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত থেকে গেছে পর্যটন খাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত থেকে গেছে পর্যটন খাত। ফলে পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। আলোচনা সভায় এ সব কথা জানায় ট্যুরিজম এণ্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের পক্ষে থেকে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং পর্যটন খাতের কর্মচারিদের জীবন-মান উন্নয়নের দাবি জানানো হয়। পর্যটনের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবিও করেন তারা। করোনাকালে বিপর্যস্ত পর্যটন খাত এবং পর্যটন শিল্পের শ্রমিক কর্মচারিদের সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা সভায় বক্তারা আরো অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অর্থের ৮০শতাংশ ব্যয় হবে বেসরকারি বিমানের সংরক্ষণাবেক্ষণ কাজে। বেতন ভাতা ছাড়া পর্যটন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ নেই বলেও অভিযোগ করেন বক্তারা।