নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে পরিকল্পনা নিতে যাচ্ছে জি৭ নেতারা
- আপডেট সময় : ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চীনের বেল্ড অ্যান্ড রোডের বিকল্প হিসেবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে পরিকল্পনা নিতে যাচ্ছে জি৭ নেতারা। বিশ্বজুড়ে চীনের প্রভাব নিয়ন্ত্রণে এ উদ্যোগের কথা জি সেভেন সম্মেলনে জানানো হয়
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ঢালছে চীন। বিভিন্ন দেশকে ট্রেন, সড়ক ও বন্দর নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি। কিন্তু সহায়তা নেয়া দেশগুলোর ওপর চীন ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ সমালোচকদের। এর বিকল্প হিসেবেই জি৭ সম্মেলনে মার্কিন সমর্থিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড….বি থ্রি ডব্লিউ পরিকল্পনার কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কর্নওয়ালের ইংলিশ কাউন্টিতে আয়োজিত সম্মেলনে জি৭ নেতাদের এই পরিকল্পনায় জি৭-এর দেশগুলো কীভাবে অর্থায়ন করবে, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এছাড়া জিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের কাছ থেকে বলপ্রয়োগে শ্রম আদায় নৈতিকভাবে জঘন্য এবং অর্থনৈতিকভাবেও গ্রহণযোগ্য না বলেও সম্মেলনে মত দেন বিশ্বনেতারা। জি-সেভেনের তিন দিনের সম্মেলনের শেষ হচ্ছে আজ। আসতে পারে আবহাওয়া ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।