চাঁদপুর-লাকসাম রেলপথে চারটি স্টেশনে নেই কোনো কার্যক্রম
- আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
চার বছর আগে ভবন নির্মাণ হলেও, চাঁদপুর-লাকসাম রেলপথে চারটি স্টেশনে নেই কোনো কার্যক্রম। নেই স্টেশন মাস্টার, টিকিটচেকার, লাইনম্যানসহ কোনো কর্মকর্তা-কর্মচারি। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে দুর্ভোগে সাধারণ যাত্রীরা। জনবল সংকট মিটিয়ে দ্রুতই স্টেশনের কার্যক্রম চালু করবে বলে জানায় সংশ্লিষ্টরা।
২০১২ সালে চাঁদপুর-লাকসাম রেলপথের চারটি স্টেশনের পুরনো দালান ভেঙে নতুন ভবন নির্মানের কাজ শুরু হয়। ২০১৬ সালের মাঝামাঝিতে ভবনের কাজ শেষ হলেও, এখনো স্টেশনগুলোর কার্যক্রম শুরু হয়নি। তাছাড়া স্টেশন পর্যবেক্ষণে কেউ না থাকায় রাতে এখানে মাদকসেবীদের আড্ডা বসে। এতে ভয়ে থাকে এলাকাবাসী।
স্টেশনে কার্যক্রম চালু না হওয়ায় অতিরিক্ত ভাড়া ও সময় অপচয় করে গন্তব্যে পৌঁছাতে হয় বলে ক্ষোভ জানায় যাত্রীরা। জনবল সংকটে স্টেশনের কার্যক্রম চালু হয়নি বলে জানায় সংশ্লিষ্টরা। চাঁদপুর-লাকসাম রেলপথে মৈশাদী, শাহাতলী, শাহারাস্তি ও ওয়ারুক বাজার রেলস্টেশনে দ্রুত জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।