দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ
- আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দিনাজপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, নাটোর সদর ও সিংড়ায় নানা মেয়াদে বিধিনিষেধ শুরু হয়েছে।
সকাল ৬টা থেকে আগামী ২৮শে জুন পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিধিনিষেধ জারি হয়েছে। জরুরি পরিষেবা বাদে সব ধরনের যানবাহন চলাচল এবং শপিং মল-দোকান বন্ধ থাকবে। বেলা ১২টা পর্যন্ত খোলা ছিলো কাঁচাবাজার।
গেলো কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে দিনাজপুরের শুরু সাত দিনের নতুন বিধিনিষেধ। বন্ধ রয়েছে দোকানপাট। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এদিকে, জেলা প্রশাসনের ঘোষণায় নাটোর ও সিংড়া পৌরসভায় আরো ৭ দিনের বিধিনিষেধ শুরু হয়েছে। দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।